জনগনের ভালবাসা : হারুনূর রসিদ রাসেল।

লিখেছেন লিখেছেন harunur rashid rasel ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪১:১৪ রাত



বাংলাদেশ এর ১৬ কোটি মানুষ ই সাধারণ জনগন।এদের ভালবাসার কথা বলছি।

আর ভালবাসা!

ভালবাসা শব্দটির সাথে পৃথিবীর প্রতিটি মানুষের জানাশুনা।

এর ব্যাখ্যা করলে শুরু হবে কিন্তু শেষ কখন হবে তা জানিনা। তাই ব্যাখ্যা করলাম না।

এইবার আশি মূলকথায়।

জনগন এর ভালবাসা কতবিসাল তা পরিমাপ করার মতনা।এই ভালবাসা কখনো নিশার্থ কখনো সার্থার্নিত কখনো না বুজেই দিয়ে থাকে।এই ভালবাসার বহিপ্রকাস খুব বেশি হয় যখন দেশে নির্বাচন আসে। কারণটা আমরা সবাই জানি।

তবে একটা কথা হল এই ভালবাসা জতদিন্না পর্যন্ত সঠিক ভাবে ব্ববহার না হবে ততদিন পর্যন্ত জনগন তথা দেশের কাঙ্ক্ষিত উন্নতি হবেনা।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File